ঢাকাMonday , 26 December 2022
আজকের সর্বশেষ সবখবর

লক্ষাধিক মানুষের চোখের পানিতে শেষ হল কুড়িগ্রামের বিশাল ইজতেমা

Link Copied!

রোববার (২৫ ডিসেম্বর) কুড়িগ্রামের ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামীয়া প্রাঙ্গণে তিন দিনব্যাপী ইজতেমার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা। কুড়িগ্রাম মুজাহিদ কমিটি আয়োজিত এ ইজতেমার এবারের আখেরি মোনাজাতে দুই লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নিয়েছেন। ইজতেমা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব গোলজার হোসেন বলেন, এবারই সবচেয়ে বেশি মানুষ আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। গত বৃহস্পতিবার বাদ জোহর বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। শুক্রবার জুমার নামাজে খুৎবা ও নামাজে ইমামতি করেন চরমোনাই পীরের ছোট ভাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। নামাজে লাখো মুসল্লি অংশ নেন। ইজতেমার তিন দিনব্যাপী বয়ানে অংশ নেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা আব্দুল আউয়াল, নব মুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মুফতী রেজাউল করীম আবরার, রংপুর বিভাগীয় মুজাহিদ কমিটির জয়নুল আবেদীনসহ অনেকে। শেষ দিনের মোনাজাত পরিচালনা করেন মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। মোনাজাতে দেশ, জাতির শান্তি ও সম্মৃদ্ধি কামনাসহ ইজতেমা ব্যবস্থাপনা কমিটি, আগত মুসল্লি, সাংবাদিক, নিরাপত্তার দায়িত্বে থাকা প্রশাসনের সদস্যসহ বিশ্বের সব মুসলমানের জন্য মাগফিরাত কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।