সারাদেশ

লমল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো মোস্তফা কামালকে গুলি করে হত্যা

  প্রতিনিধি ১১ মে ২০২৪ , ১১:৩৭:৫৩ প্রিন্ট সংস্করণ

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

দুর্বৃত্তরা তার বুকে ও পিঠে গুলি চালিয়েছে বলে জানা গেছে।

শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কুন্দশী সি এন্ড বি চৌরাস্তার অদুরে কুন্দ্শী মঙ্গলহাটা গ্রামীন রাস্তার ছমির শিকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মোস্তফা কামালকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক ঢাকায় রেফার্ড করেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুব্রত কুমার কুন্ডু জানান মোস্তফা কামালের বুকে ও পিঠে জখম হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মোস্তফা কামাল মৃত্যু বরন করেছে বলে জানা গেছে।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, গুলির খবর শুনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST