ঢাকাSaturday , 4 February 2023
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে টিউবওয়েলের পানি গড়ানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে,নারীসহ আহত ৯

admin
February 4, 2023 7:04 am
Link Copied!

এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে টিউবওয়েলের পানি গড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ ৯ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া বাজারে এঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার মৃত গাজেন মিস্ত্রীর ছেলে আবু জাফর (৫০), সাফাত আলীর ছেলে সাইদুর রহমান (৩৫) ও সোহেল (২৮), আবু জাফরের ছেলে রাকিবুল (২৫), মৃত নুরুলের ছেলে আব্দুল্লাহ, বাবুর মেয়ে বাবলী (২৩), ছলিমুদ্দিন মন্ডলের তোসিকুল (৬০), একরামুল (৩৫)।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেনোয়ারুজ্জামান বলেন, দুই প্রতিবেশীর টিউবওয়েলের পানি গড়ানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।