অপরাধ

লোহাগড়ায় গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ৭, গ্রেফতার ১

  প্রতিনিধি ১ জুন ২০২৩ , ১১:৩২:২১ প্রিন্ট সংস্করণ

মো গোলাম কিবরিয়া ্ লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় গ্রাম পুলিশ বকুল শেখকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল সোমবার (২৯ মে) রাতে নিহতের ছেলে রমজান শেখ (২৫) বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি করেন। এতে ৭ জনকে এজাহারভূক্ত এবং অজ্ঞাত আরোও ৪/৫ জনকে আসাসি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় রুবেল শেখ (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

গত রোববার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পূর্বপাড়ার গ্রাম পুলিশকে হত্যা করা হয়। নিহত বকুল শেখ ওই গ্রামের মৃত বদির শেখের ছেলে।

গত রোববার সন্ধ্যায় কুমড়ি পৃর্বপাড়ার একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গ্রাম পুলিশ বকুল শেখকে হত্যা করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বকুল শেখকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ছেলে রমজান শেখ বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় রুবেল শেখ (৩৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST