ঢাকাWednesday , 15 February 2023
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগন্জ চুরি হওয়া শেখ রাসেল ল্যাবের ৭ টি ল্যাপটপ উদ্ধার আনোয়ার হোসাইন (সুনামগঞ্জ) সুনামগঞ্জ শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের চুরি হওয়া ৭টি ল্যাপটপ উদ্ধার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।

admin
February 15, 2023 7:42 pm
Link Copied!

চুরি হওয়া ল্যাপটপ বিক্রির সাথে জড়িত সিএনজি অটোরিকশাচালক ও দোকানীসহ দুইজনকে গ্রেফতার করা হলেও এখনো অধরা রয়েছে চোর সিন্ডিকেট চক্রের সদস্যরা। গ্রেফতারকৃত চালক পূর্ব বীরগাঁও ইউনিয়ন বীরগাঁও গ্রামের জাহান নূর মিয়ার ছেলে জামিল আহমদ ও দোকানি মহিনুর ইসলাম অনিক বাহ্মণগাঁও গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী। জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি শান্তিগঞ্জ থানাধীন পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ফটকের তালা ভেঙ্গে ল্যাবের ৭টি ল্যাপটপ চুরি করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ১১ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা একাধিক আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়া। মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যেই সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহের দিকনির্দেশনায় জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর ও শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরীর নেতৃত্বে শান্তিগঞ্জ থানার অফিসার ফোর্সের নেতৃত্বে পৃথক দুটি টিম চালিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ম্যানুয়েল ইন্টিলিজেন্সের সহায়তায় ৭টি ল্যাপটপ উদ্ধার করে। ল্যাপটপ বিক্রির সাথে জড়িত মহিনুর ইসলাম অনিক ও জামিল আহমেদে গ্রেফতার করা হয়। জানা যায়, ইলেক্ট্রনিক পণ্যের দোকানী মহিনুরের দোকানে কয়েকজন যুবক চালক জামিলের অটোরিকশাযোগে একটি ল্যাপটপ বিক্রি করতে আসেন। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে ল্যাপটপসহ চালক জামিল ও দোকানী মহিনুরকে গ্রেফতার করে। এসময় অন্যান্য যুবকরা পালিয়ে যায়। আটককৃতদের তথ্যের ভিত্তিতে বাকি ল্যাপটপ উদ্ধার করে দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদে চুরির সাথে বীরগাঁও গ্রামের রিমান হক নামের এক মাদকসেবীসহ একটি সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ। চুরির সাথে সহযোগিতা করায় গ্রেফতারকৃত আদালতে সোপর্দ করেছে পুলিশ। দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ মিয়া বলেন, ‘পুলিশ সুপার স্যারের নির্দেশে দ্রুত সময়ের চুরি হওয়া মালামাল উদ্ধার করেছি। সহযোগিতাকারী দুইজনকে গ্রেফতার করা হয়েছে। চোর চক্রকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।