ডা. আজাদ খান,জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরে প্রতিবন্ধি সহ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখা।
শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টায় জামালপুর শহরের দড়িপাড়াস্থ কলিমুল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা শেষে উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (সিএইচআরডাব্লিউ) জামালপুর জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এমএইচ মজনু মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জামালপুর জনস্বাস্থ্য বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সহিদ উল্যা ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন
শিক্ষানুরাগী শান্ত কুমার দে ও ডক্টর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক একেএম মাহবুব রহমান মহব্বত ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (সিএইচআরডাব্লিউ) জামালপুর জেলা শাখার সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ মো: মনিরুজ্জামান খান, অধ্যক্ষ তোফাজ্জল হোসাইন, সহ সভাপতি মোহাম্মদ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, সাংস্কৃতিক সম্পাদক শামিউল হাসান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে মানবতার বিষয়ে সঙ্গীত পরিবেশন এবং গুরুত্বপর্ণ বক্তব্য রাখেন অন্য সংগঠনের সহ সভাপতি মানবাধীকার কর্মী শাহ্ মো: খলিলুর রহমান ।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধি সহ ৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক পরিচালনায় ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মেজবাহ্ উদ্দিন শাকিল।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আব্দুল আওয়াল ।