অর্থনীতি

সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমালো

  প্রতিনিধি ৩ মে ২০২৪ , ১০:০১:১১ প্রিন্ট সংস্করণ

১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ১ হাজার ৪৪২ টাকা ৪৯ টাকা কমে ১ হাজার ৩৯৩ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমেছে যানবাহনে ব্যবহৃত অটো গ্যাসের দামও। ১২ কেজি ছাড়াও ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সব এলপিজির দাম কমেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। এ নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মো. হেলাল উদ্দিন। এ নিয়ে পরপর দুই মাসে কমল এলপিজির দাম। গত এপ্রিল মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৮২ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল। মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। মে মাসের জন্য বাসাবাড়িতে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১২ টাকা ২৫ পয়সা, যা এপ্রিল মাসে ছিল ১১৬ টাকা ৩৬ পয়সা। অপর দিকে প্রতি লিটার অটো গ্যাসের দাম ধরা হয়েছে ৬৩ টাকা ৯২ পয়সা, যা এপ্রিলে ছিল ৬৬ টাকা ২১ পয়সা। সংবাদ সম্মেলনে বলা হয়, মে মাসের জন্য সৌদি কোম্পানি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৫৮০.৬০ মার্কিন ডলার এবং ৫৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, সৌদি সিপি প্রতি মেট্রিক টন এলএনজির দাম ৫৮৩.২৫ মার্কিন ডলার এবং প্রতি মার্কিন ডলারের গড় বিনিময় মূল্য ১১৯.২১ টাকা বিবেচনায় মে মাসের জন্য দেশে বেসরকারি এলপিজি ও অটো গ্যাসের এই দাম সমন্বয় করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST