মীর শাহাদাৎ হোসাইনঃ
পাবনা জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী’র সার্বিক দিকনির্দেশনায় জনাব কল্লোল কুমার দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার, বেড়া সার্কেল এবং মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ সাঁথিয়া থানা,এর তত্ত্বাবধানে কমল কুমার দেবনাথ, পুলিশ পরিদর্শক (তদন্ত), সাঁথিয়া থানা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই মোঃ শাহ আলম, এএসআই মোঃ আমিনুল ইসলাম, এএসআই মোঃ মতিয়ার রহমান ও ফোর্সসহ সাঁথিয়া থানাধীন হাটবাড়ীয়া হইতে আজ ২৩ ডিসেম্বর শুক্রবার রাত্রি ৭.১৫ ঘটিকায় অভিযান চালিয়ে দুই জন মাদক ব্যবসায়ীকে ১৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, মোঃ রুবেল (৩০), পিতা-মোঃ কোরবান আলী বয়াতী, সাং-শোলাবাড়ীয়া পশ্চিমপাড়া, থানা-আতাইকুলা, জেলা-পাবনা এবং অপর গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আল মারুফ আল আমিন (২৩), পিতা-মোঃ সিদ্দিকুর রহমান, সাং-ধুলাউড়ি মধ্যপাড়া, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা।