ঢাকাFriday , 7 April 2023
আজকের সর্বশেষ সবখবর

সুজানগরে প্রবাহমান পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

News Editor
April 7, 2023 10:19 pm
Link Copied!

মীর শাহাদাৎ হোসাইন: সুজানগর উপজেলাধীন সাতবাড়িয়া ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামস্থ প্রবাহমান পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৪৫)মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ ফাঁড়ি পুলিশ। নাজিরগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ সাইদুর রহমান জানান, গত ০৫ই এপ্রিল (বুধবার) রাত ৮:০৫ মিনিটে ৯৯৯ নাম্বারের কল সুত্রে জানতে পারি উপরে উল্লেখিত স্থানে একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত হয়ে মরদেহ টি উদ্ধার করে সুরতহাল ( বয়স ৪৫, মুসলিম, পুরুষ) প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহের পরিচয় না পাওয়ায় অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট এর অনুমতি সাপেক্ষে আঞ্জুমানে মফিদুল ইসলামের সহযোগিতায় বেওয়ারিশ মরদেহ হিসেবে দাফন করা হয়।পরবর্তীতে ০৬ই এপ্রিল (বৃহস্পতিবার) সুজানগর থানায় এই সংক্রান্তে একটি অপমৃত্যুর মামলা ( যার নং -০৫) দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।