প্রতিনিধি ৭ এপ্রিল ২০২৩ , ১০:১৯:৩৭ প্রিন্ট সংস্করণ
মীর শাহাদাৎ হোসাইন: সুজানগর উপজেলাধীন সাতবাড়িয়া ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামস্থ প্রবাহমান পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৪৫)মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ ফাঁড়ি পুলিশ। নাজিরগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ সাইদুর রহমান জানান, গত ০৫ই এপ্রিল (বুধবার) রাত ৮:০৫ মিনিটে ৯৯৯ নাম্বারের কল সুত্রে জানতে পারি উপরে উল্লেখিত স্থানে একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত হয়ে মরদেহ টি উদ্ধার করে সুরতহাল ( বয়স ৪৫, মুসলিম, পুরুষ) প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহের পরিচয় না পাওয়ায় অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট এর অনুমতি সাপেক্ষে আঞ্জুমানে মফিদুল ইসলামের সহযোগিতায় বেওয়ারিশ মরদেহ হিসেবে দাফন করা হয়।পরবর্তীতে ০৬ই এপ্রিল (বৃহস্পতিবার) সুজানগর থানায় এই সংক্রান্তে একটি অপমৃত্যুর মামলা ( যার নং -০৫) দায়ের করা হয়েছে।
Design & Developed by BD IT HOST