সুনামগঞ্জ ছাতকে মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে ইউএনও বরাবরে লিখিত অভিযোগ

প্রকাশ: ১ বছর আগে

দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি।

ছাতকে মাদক সেবনকারি ও ব্যবসায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ই মার্চ) সকালে পৌরসভার ২নং ওয়ার্ডের নোয়ারাই ইসলামপুর গ্রামের লোকজন এ লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে নোয়ারাই-ইসলামপুর গ্রামও আশপাশ এলাকার কতিপয় লোক স্থানীয় এক জনপ্রতিনিধির ছত্র-ছায়ায় নেশা জাতীয় দ্রব্যের বিক্রি ও ব্যবহার অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। অভিযোগে নোয়ারাই -ইসলামপুর গ্রামের আবুল মিয়ার পুত্র শাহিনুর পাশা,মৃত শামছুল হকের পুত্র আবুল মিয়া, মৃত কাঙ্গালী মিয়ার পুত্র নুরিল, মকরম আলীর পুত্র আব্দুস সোবহান, তাহির মিয়ার পুত্র রনি ও এলাকার কল্পনা বেগমের নাম উল্লেখ রয়েছে। এসব ব্যবসায়িদের কারণে এলাকার যুবসমাজ নেশাগ্রস্থ হয়ে পড়েছে। কেউ মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাদের হামলা-মামলায় জড়িয়ে ও বিভিন্ন ভাবে হয়রানি করা হয়ে থাকে। এমন কি বিভিন্নভাবে হুমকি দামকি ও দেয়া হয়। যুবসমাজকে রক্ষা করতে এসব মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসির পক্ষ থেকে ইউএনও বরাবর লিখিত অভিযোগে দাবি জানানো হয়েছে। বর্তমান ওয়ার্ড কাউন্সিলর আফরুজ মিয়া,স্থায়ীয় জামিল আহমদ,শহিদুল আলম জানান,তারা এলাকার যুবসমাজের দিকে তাকিয়ে আইনি সহযোগিতা চেয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এবং বিভিন্ন দপ্তরে এর অনুলিপিও দিয়েছেন। অভিযোগ প্রদান কালে নোয়ারাই-ইসলামপুর এলাকার মদরিছ আলী,নুর ইসলাম,শাহজাহান মিয়া, আমির হোসেন আমু, আব্দুল মজিদ, ইউসুফ আলী,হানিফ আলী,আরিফ চৌধুরী আরিফ,জয়নাল আবেদিন,নুরে আলম,আনোয়ার হোসেন,জুয়েল আহমদ, সাইফুল ইসলাম, পারভেজ মিয়া,রফিক মিয়া,মাওঃ শফিক মিয়া, পাবেল আহমদ,শাহাবুদ্দীন,সোহাগ,রায়হান মিয়া, আনকার আলী,আব্দুর রহমান,গোলাপ মিয়া,মইনুল ইসলান,মিজানুর রহমান,শমশির আলী,খছরু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।