শাহ মনির হোসেন
উপজেলা প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ স্লোগানে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ধর্মপাশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মবিন হাই এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ উৎপল কুমার সরকার, সেলবরষ ইউপি চেয়ারম্যান মো. গোলাম ফরিদ খোকা ও খামারিদের পক্ষে বক্তব্য দেন মো. মঞ্জুরুল হক প্রমুখ।
পরে ৩০জন খামারির মধ্যে সনদ, পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়।