ঢাকাTuesday , 3 January 2023
আজকের সর্বশেষ সবখবর

হযরত ওমর (রাঃ) এর পথে, শরীয়তপুরের জাজিরার ইউ,এন,ও

Link Copied!

রাতের বেলা প্রকৃত শীতার্তদের দেখা পাওয়া যায় বিভিন্ন রাস্তা ও উদ্বাস্তু মানুষের বসবাসের স্থানে। তাই শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল রাতে পথ ঘুরে,জেনে বুঝে কম্বল বিতরণ করতে বেরিয়ে পড়েন।কাজিরহাটে বেদে সম্প্রদায়ের মধ্যে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন।এই ঘটনায় অনেকের চোখেই খুশির অশ্রু প্রতিয়মান হয়। সোমবার রাত ১০টার সময়, সবাই মিলে জাজিরার কাজীরহাট এলাকার বেদে পল্লীতে বসবাসকারী পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আগত কম্বল বিতরণ করেন। পাশাপাশি বেদে পল্লীতে বসবাসকারী শিশুদের শীতের কাপড় কিনার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারমান ও ইউ,এন,ও। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা আওয়ামিলীগ নেতা আনিছুর রহমান মাদবরসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপজেলার কাজীরহাট এলাকা থেকে শুরু করে উপজেলা চত্বর হয়ে শফিক কাজীর মোড় পর্যন্ত রাস্তায় থাকা দরিদ্র রবং অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করেন তারা। সবশেষ শফিকাজীর মোড়ে অবস্থিত আশ্রয়ন প্রকল্পের ৫টি ঘরে বসবাসরত ৫টি পরিবারকেও কম্বল দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল জানান, রাতের আঁধারে রাস্তায় বের হলেই কেবল প্রকৃত শীতার্ত মানুষদের পাওয়া যায়। তাই আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আওতার এই কম্বলগুলো রাতে বের হয়ে প্রকৃত দরিদ্র শীতার্তদের মধ্যে বিতরণ করলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।