হরিরামপুরের ঝিটকা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাজারী গুড়ের দুই ব্যবসীকে জরিমানা

প্রকাশ: ২ years ago

মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে বেলা ১১-১২ টার মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে হাজারী গুড় এর দুই ব্যবসীকে জরিমানা করেছে। সরোজমিনে গিয়ে দেখা গেছে,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, হাজারী গুড়ের প্যাকেটে তারিখ ও মূল্য না থাকায় হাজারী পরিবারের দুইজন ব্যবসায়ী মোঃ সোহরাব হাজারী ও রইস হাজারী কে ৩০০০ করে মোট ৬০০০ টাকা জরিমানা করা হয় এবং হাজারী গুড়ের মূল্য নির্ধারণের জন্য গুড় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণ করা হবে। উক্ত অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান রুমেল। এ সময় তাকে সার্বিক সহযোগিতা করেন, হরিরামপুর থানার এস আই মুরাদ ও উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আতাউর রহমান এবং ব্যাটালিয়ন আনসার সহ প্রমুখ ব্যক্তি বর্গ উপস্থিতি ছিলেন ।