মানিকগঞ্জে চৌদ্দ গ্রাম হেরোইনসহ ২জন মাদক কারবারী গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আজ (১৮ জানুয়ারি) বুধবার মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার পিপিএম-বার মোহাম্মাদ গোলাম আজাদ খান এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই(নিঃ) মোঃ হাবিব আল নোমান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে হরিরামপুর থানার গালা মিলন এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আলমদি গ্রামের মোঃ হাবিবুর বিশ্বাসের ছেলে মোঃ জাহিদ বিশ্বাস (২৪), গোপীনাথপুর(চড়পাড়া) গ্রামের সাদেক আলীর ছেলে আল আমিন (২৭) কে গত ১৭ তারিখ বিকালে চৌদ্দ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।
এ সংক্রান্তে হরিরামপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।