মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় রোজ বৃহস্পতিবার বেলা ১২ঘটিকায় পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলামের সভাপতিতে ও বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে খেলা পরিচালনা হয়েছে ।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব জনাব দেওয়ান সাইদুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আজিম খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব আবুল বাশার সবুজ ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিগার সুলতানা চৌধুরী,হরিরামপুর থানা অফিসার ইনচার্জ জনাব সৈয়দ মিজানুর ইসলাম,হরিরামপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম ভূঁইয়া সহ প্রমুখ ব্যক্তি বর্গ উপস্থিতি ছিলেন ।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র_ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।