মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি।
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস -২০২৩ বর্ণাঢ্য শোভাযাত্রা- র্যালি ও নানা আয়োজন ১ মার্চ বুধবার বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে উপজেলা নির্বাহী অফিসার মো:শাহরিয়ার রহমানের সার্বিক তত্বাবধানে উক্ত কর্মসূচি উদযাপিত হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক আবুল বাশার সবুজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, সহ উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন সহ প্রমূখ। উক্ত কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মো :শাহরিয়ার রহমান বলেন,১ মার্চ জাতীয় বীমা দিবসের সফলতাও স্বার্থকতা কামনা করে ডিজিটাল বীমা ব্যাংকিং সেবার কথা সাধারন জনগনের কাছে উপস্থাপনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।