প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:৩৩:৩৪ প্রিন্ট সংস্করণ
আজ ৪ই,ফেব্রুয়ারী ২০২৩ ইং রোজ শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় পৃর্ব খলিলপুরের চান খার নিজ বাড়ীতে বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওরশ মোবারক শুভ উদ্বোধন করেন ঝিটকা রশিদিয়া দরবার শরীফের গদিনিশি পীর হযরত খাজা মোস্তফা আল চিশতী নিজামী এবং সার্বিক পরিচালনায় পূর্বখলিলপুর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাদশা খান ও সার্বিক তত্বাবধানে রাকিব খান। ১ম দিনে মিলাদ, দোয়া ও জিকিরের মাধ্যমে ওরশ মোবারক অনুষ্ঠিত হয় । এ সময় মিলাদুন নবী নিয়ে ওয়াজ করেন, পূর্ব খলিলুর জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা জুলহাস উদ্দিন, ভেলাবাদ নীয়জন আলী শাহ গদীনিশি পীর খাজা রহমত লাল খান আল চিশতি নিজমী সহ উক্ত দরবারের ভক্তবৃন্দ সহ বিভিন্ন এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
Design & Developed by BD IT HOST