মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বহলাতলী বাজার দূষনীয় ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজমান।সরোজমিনে গিয়ে দেখা গেছে বহলাতলী বাজারের আশে পাশে দূষনীয় ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজমান।এবিষয়টি নিয়ে অভিযাগ বার্তার হরিরামপুর উপজেলা প্রতিনিধি ও দৈনিক এশিয়া বাণীর মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আলী বাজারের ভোক্তভোগীদের সাথে কথা বলে জানতে পারে যে,এ সব বিষয় একাধিক বার বাজার কমিটিকে অবজ্ঞত করা হওয়ার পরে ও কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি।আমাদের বাজারের পরিবেশ দূষনীয় ও অস্বাস্থ্যকরের ফলে,পরিবেশের ভারসাম্য নষ্ট সহ রোগজীবাণুর কবলের সম্মূখে পড়তে হচ্ছে।বিষয়টি বাজার কমিটির নেত্রীবৃন্দদের জিজ্ঞাসা করলে,তাহারা বিষটি আমাদের অবজ্ঞত করেনি, কেউ অভিযোগ করলে আমরা যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহন করবো।