হালুয়াঘাটে বিট পুলিশিং সমাবেশ ও কম্বল বিতরণ অনুষ্ঠান

প্রকাশ: ২ years ago

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১২-০১-২০২৩ তারিখ হালুয়াঘাট থানা পুলিশের আয়োজনে পৌর এলাকার জয়িতা চত্বরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়। হালুয়াঘাট থানা এলাকায় এই প্রচন্ড শীতেও গ্রাম-নিরাপত্তায় অতন্দ্র প্রহরীদের মত কাজ করে চলা শতাধিক গ্রাম-পুলিশ সদস্যদের মাঝে হালুয়াঘাট থানা পুলিশের আয়োজনে পুলিশ সুপার মহোদয় কম্বল বিতরণ করেন যা উপস্থিত চৌকিদারদের মাঝে ব্যাপক উৎসাহ ও প্রেরণার উন্মেষ ঘটায়। কম্বল বিতরণের সময় তাদের অভিব্যক্তিতে পুলিশ সুপার মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাবশতঃ ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছিল যা হালুয়াঘাট থানা এলাকার নিরাপত্তা রক্ষায় তাদেরকে আরও তৎপরতার সাথে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে। থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান- এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে পুলিশ সুপার মহোদয় জেলার অন্যান্য থানাগুলোতেও পর্যায়ক্রমে এই কম্বল বিররণ কার্যক্রম পরিচালনা করার আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব দীপক চন্দ্র মজুমদার, সিনিঃ সহকারী পুলিশ সুপার, ফুলপুর সার্কেল; হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মাহমুদুল হক সায়েম; উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদা হাসান; উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব শাখাওয়াত হোসেন ফকির; উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ জনাব আবদুর রশিদসহ ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, মিডিয়াকর্মীও বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য লোকজন। অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাধারণ জনগণ বিট পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করার ব্যাপারে একযোগে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।