ব্যুরো প্রধান- ইমরুল হাসানঃ
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তুলে মহাদেশ, সাগর অতল” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে আগমন উপলক্ষে সার্কিট হাউজ মাঠে বিশাল জনসমুদ্র। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলার দেশ গড়ে তুলবো ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠের জনসভায় এসব কথা বললেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শনিবার ১১ মার্চ (২০২৩) বিকাল ৪ টায় ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে জনসভায় ময়মনসিংহ বিভাগে চারটি জেলা জামালপুর শেরপুর নেত্রকোনা ও ময়মনসিংহে শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ময়মনসিংহ নগরী তোরন ফেস্টুন ব্যানার ও মিছিলে স্লোগানে বর্ণিল সাজে তিলোত্তমা নগরীতে পরিণত হয় ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দান কানায় কানায় ভরে ময়মনসিংহ শহরের সকল রাস্তাঘাট জনসভায় আগত জনতার পদভারে ছিল মুখরিত। চারপাশে ছিল শুধু মানুষ আর মানুষ। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে নতুন মাত্রা যোগ হল। জনসভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ এহতেশামুল আলম। সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।ময়মনসিংহ সদর উপজেলা পরায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রীর জনসভা কে সাফল্যমন্ডিত করার জন্য বঙ্গবন্ধু পরিষদের সদর উপজেলা আহ্বায়ক মাহবুবুল হক কাজল এক মিছিল নিয়ে সার্কিট হাউস ময়দানে যোগদান করেন। এরপূর্বে প্রধানমন্ত্রী ৭৩ টি উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন ও ৩০টি প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন । তিনি প্রতিটি বিভাগে ১ টি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্হাপন করবেন বলে ঘোষনাদেন।