ঢাকাThursday , 20 April 2023
আজকের সর্বশেষ সবখবর

৪ কাজে রোজার কাজা-কাফফারা দিতেই হবে,

News Editor
April 20, 2023 8:51 pm
Link Copied!

ইসলাম ডেস্ক৪: কাজে রোজার কাজা-কাফফারা দিতেই হবেসিয়াম সাধনার মাস রমজান। এটি সংযমের মাস। এ মাসে কিছু কাজ আছে যা বর্জনীয়। যদি রোজার দিনে এসব কাজ ঘটে যায় তবে রোজা ভেঙে যাবে এবং এর কাজা-কাফফারা অবশ্যই দিতে হবে। কাজগুলো কী?

১. স্ত্রী সহবাস করলে
রমজানের রোজা রেখে দিনের বেলা স্ত্রী সহবাস করলে বীর্যপাত না হলেও স্বামী-স্ত্রী উভয়ের ওপর সেই রোজার কাজা-কাফফারা ওয়াজিব হবে। (বুখারি : ৬৭০৯)

২. ইচ্ছাকৃত পানাহার করলে
রোজা রেখে স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে পানাহার করলে কাজা ও কাফফারা উভয়টি জরুরি হবে। (আল বাহরুর রায়েক : ২/২৭৬)

৩. ধুমপান করলে
বিড়ি-সিগারেট, হুক্কা পান করলেও রোজা ভেঙে যাবে। কাজা ও কাফফারা উভয়টি জরুরি হবে। (রদ্দুল মুহতার : ৩/৩৮৫)

৪. ভিত্তিহীন অজুহাতে পানাহার বা স্ত্রী সহবাস করলে
সুবহে সাদিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি বা এখনও ভালোভাবে আলো ছাড়ায়নি; এ ধরনের ভিত্তিহীন অজুহাতে পানাহার করলে বা স্ত্রী সহবাসে লিপ্ত হলে কাজা ও কাফফারা দুটোই জরুরি হবে। (মাআরিফুল কোরআন : ১/৪৫৪-৪৫৫

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।