অন্যান্য

“৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (তৃতীয় ধাপ) উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে ব্রিফিং অনুষ্ঠিত”

  প্রতিনিধি ২৮ মে ২০২৪ , ৯:৫১:২৬ প্রিন্ট সংস্করণ

আগামী ২৯ মে ২০২৪ খ্রিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর তৃতীয় ধাপে ময়মনসিংহ জেলার ত্রিশাল, ফুলবাড়িয়া ও ঈশ্বরগঞ্জ উপজেলায় নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নির্বাচন ডিউটি সংক্রান্তে আজ ২৭ মে ২০২৪ তারিখে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সি কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ ব্রিফিং প্রদান করেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম মহোদয়।

তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষার্থে ময়মনসিংহ জেলা পুলিশ কর্তৃক গৃহীত পুলিশী নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সার্কেল অফিসার বৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ সদস্যবৃন্দ। এ সময় পুলিশ সুপার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST