কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মটরসাইকেল আরহীদের জরিমানা।

মোঃ রমজান আলী
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ঝিনাইদহ ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অভিযোগে ৪ মটর সাইকেল আরোহীর কাছ থেকে নগদ ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উছেন মে। সোমবার (২৯ শে এপ্রিল) বিকালে পৌর শহরের প্রাণী সম্পদ কার্যালয়ের সামনের কালীগঞ্জ- জীবননগর সড়কে এ অভিযান পরিচালনা করেন তিনি। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, কোটচাঁদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং ও মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এ অভিযান পরিচালনা করা হয়। সে সময় মটর সাইকেলের লাইসেন্স,আরোহীর হেলমেট ও মটর সাইকেলে অভার লোডিংয়ের কারণে জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উছেন মে বলেন, সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৯২(১) ধারায় ৪ জন মটর সাইকেল আরোহী কে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় মডেল থানার উপপরিদর্শক এস আই কামরুজ্জামান,উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

  • কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মটরসাইকেল আরহীদের জরিমানা।