ঢাকাWednesday , 31 May 2023
আজকের সর্বশেষ সবখবর

জয়নগর ইউনিয়নে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

News Editor
May 31, 2023 10:11 pm
Link Copied!

  1. দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : আকাশ আলী। 

দুর্গাপুর উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের পারিলা গ্রামের আওয়ামীলীগের আয়জনে এই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩১ মে বুধবার বিকেলে পারলি ক্লাব চত্তরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: মোজাম্মেল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মো আব্দুল মতিন, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হালিম শাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাহার আলী, সংগঠনিক সম্পাদক শামসুজ্জামান (সানটেন), প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধক্ষ্য ওয়াজ নবী, সদস্য রবিউল ইসলাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা মেহেদী হাসান মানিক, ইউপি সদস্য আব্দুল মতিন, রাকিবুল ইসলাম, ইউনুস আলী, উপজেলা ছাত্রলীগ নেতা পারভেজ হাসান, রাকিবুল ইসলাম সহ জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

এ সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার সবসময় দেশের উন্নয়ন চায়। প্রধানমন্ত্রী দেশের মানুষ যাতে সুখে-শান্তিতে থাকে সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।