ঢাকাSaturday , 25 February 2023

আমিনপুর থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

admin
February 25, 2023 12:37 am
Link Copied!

মীর শাহাদাৎ, পাবনা প্রতিনিধি:
পাবনা পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী’র দিক নির্দেশনায়,  সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) জনাব মোঃ রবিউল ইসলাম এর  প্রত্যেক্ষ তত্বাবধানে, আমিনপুর থানার অফিসার ইনচার্জ জনাব মো: আনিছুর রহমান এর নেতৃত্বে এসআই(নি:) মাহমুদুর রহমান,  এএসআই (নি:) মো: জাহাঙ্গীর আলম, এএসআই(নি:) রকিব আলী সহ আমিনপুর থানার একটি চৌকস টিম সিরাজগঞ্জ জেলার নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ এলাকা হইতে সিআর – ৫১/১৬ (বেলকুচি) এর সাজা প্রাপ্ত পলাতক আসামী মো: রেজাউল করিম (৫০), পিতা- মৃত শুকুর আলী শেখ, সাং -রাজনারায়ণপুর , থানা- আমিনপুর, জেলা- পাবনাকে গ্রেফতার করে। উল্লেখ্য ঘটনায় জনৈক মোছা: জাহানারা বেগম তার স্বামী মো: রেজাউল করিম (৫০), পিতা- মৃত শুকুর আলী শেখ, সাং- রাজনারায়ণপুর, থানা-আমিনপুর,  জেলা-পাবনা এর বিরুদ্ধে  যৌতুকের মামলা করেন। বিজ্ঞ আদালতের রায়ে তার স্বামী মো: রেজাউল করিম এর  ৩ বছরের সাজা ও ১০০০০/- টাকা জরিমানা হয়। সাজা প্রাপ্ত আসামি রায়ের পর থেকে গত ০৫ বছর ধরে পলাতক ছিলো। পলাতক সাজা প্রাপ্ত আসামী মো: রেজাউল করিম গ্রেফতার এড়ানোর জন্য সিরাজগঞ্জ জেলার নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছদ্মবেশে সিকিউরিটির কাজ  করে আসছিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।