নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং কনজিউমার রাইটস বাংলাদেশ এর ডিভিশনাল এম্বাসাডর(মহাসচিবের বিশেষ প্রতিনিধি) দক্ষ্য সংগঠক মানবতার ফেরিওয়ালা দৈনিক অভিযোগ বার্তার সম্পাদক ও বার্তা ২৪ টিভির চেয়ারম্যান এস এম ফিরোজ আহাম্মদ দেশবাসী সহ সকল মুসলিম উম্মাহকে
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
তিনি এসময় বলেন ঈদুল ফিতর আমাদের মুসলমান দের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পালনের পর এই ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আসে মুসলমানদের মাঝে,খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর।
তাই দিনটি আমাদের মুসলমানদের জন্য খুবই আনন্দের ও খুশির।তিনি এ সময় বলেন,ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে,শহর থেকে গ্রামগঞ্জে,সারা বিশ্বের আমাদের পএিকার সম্মানিত সকল শুভাকাঙ্ক্ষীর মাঝে।
শহরবাসী যেমন শিকড়ের টানে গ্রামে ফিরে প্রিয়জনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে।এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়।
ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক,হিংসা হানাহানি ভুলে গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এই প্রত্যাশা করি এবং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।
তিনি এসময় আরও বলেন,ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।এখানে হিংসা-বিদ্বেষ,হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহাবস্থান,পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।
তিনি বলেন,ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারী হিসেবে চারিদিকে দিকে ছড়িয়ে পড়ুক,বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-এই প্রত্যাশা রইলো বিশ্ব বাসীর কাছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST