• কুড়িগ্রামে শ্রদ্ধার সাথে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৩ , ১২:৩০:৩৭ প্রিন্ট সংস্করণ

    আব্দুর রাজ্জাক স্টাফ রিপোর্টারঃ
    ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক এই দিন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাত ১২ টা ১ মিনিটে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরী চত্বর শহীদ মিনারে উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা, ভূরুঙ্গামারী থানা,স্কুল, কলেজ প্রতিষ্ঠান, আওয়ামিলীগসহ অংগ সংগঠন, বিএনপিসহ অংগ সংগঠন,জাতীয় পার্টি, ব্যাংক,প্রেস ক্লাব,বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা,উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের জেলা সহসভাপতি আক্তারুজ্জামান (মন্ডল),বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক,ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি আনারুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি ডাঃ আঃ জলিলসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন ও তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়ে মোনাজাত অনুষ্ঠিত হয়।

    আরও খবর

    Sponsered content

    Design & Developed by BD IT HOST