ঢাকাTuesday , 11 April 2023
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসে মিললো ২২ লাখ টাকার হেরোইন

জিয়াউর রহমান
April 11, 2023 10:37 pm
Link Copied!

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস থেকে আনুমানিক ২২ লাখ টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার, ১১ এপ্রিল সকাল ১১টায় উপজেলার রানাখড়িয়া জ্যোতি তেল পাম্প এর সামনে মহিষকুন্ডি-কুষ্টিয়া গামী যাত্রীবাহী শতরূপা পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমান এ মাদক উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী।
তবে উদ্ধার হওয়া মাদকের সাথে জড়িত কেউ আটক হয়নি বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলাম পিএসসি’র নেতৃত্বে বিজিবি’র অভিযানিক দল মিরপুর উপজেলার রানাখড়িয়া জ্যোতি তেল পাম্প এর সামনে মহিষকুন্ডি-কুষ্টিয়া গামী যাত্রীবাহী শতরূপা পরিবহনে (বাস) মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মলিকবিহীন অবস্থায় ১কেজি ১০০গ্রাম হেরোইন উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ২২লক্ষ টাকা। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।