ঢাকাTuesday , 7 February 2023
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে বাংলা ইশারা ভাষা দিবস -২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

News Editor
February 7, 2023 9:35 pm
Link Copied!

 

মোঃ খোরশেদ আলম,স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ:

“বাংলা ইশারা ভাষা প্রচলন/
বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন ”
এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর এর আয়োজন এবং “প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র” ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ, জামালপুর -এর সহযোগিতায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে “৭ ফেব্রুয়ারি বাংলা ইশারা ভাষা দিবস-২০২৩” উপলক্ষে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শ্রাবস্তী রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল হক মৃদুল এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার আঃ ছালাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ইসরাকী ফাতেমা।

অনুষ্ঠান সঞ্চানালয়ে ছিলেন শহর সমাজ সেবা অফিসার মোঃ ফারুক মিয়া।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, তারকা সংঘ এর সভাপতি মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, গুণীজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।