ঢাকাTuesday , 16 May 2023
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ১৮ জন রোগীর মাঝে এককালীন ৫০ (পঞ্চাশ হাজার) টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ-

News Editor
May 16, 2023 5:02 pm
Link Copied!

মোঃ খোরশেদ আলম,

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি।

জামালপুরে সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৮ জন রোগীর মাঝে এককালীন ৫০ (পঞ্চাশ হাজার) টাকা করে৷ ৯০০০০০০/- টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সম্মানিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন, (সিআইপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান, জামালপুর সদর, জামালপুর। ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, ভাইস চেয়ারম্যান মো: আক্তারুজ্জামান বেলাল, সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান, উপস্থিত ছিলেন মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার সদর জামালপুর,, উপজেলা সমাজসেবা কার্যালয় এর সহকর্মীবৃন্দ, দুরারোগ্য রোগে আক্রান্ত রোগী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।