মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি, এবছর ঠাকুরগাঁও জেলায় ভুট্টার ব্যাপক আবাদ ও বাম্পার ফলন ও হয়েছে। তবে গত বছরের চেয়ে এবছর ভুট্টার বর্তমান বাজার দর তুলনামূলক ভাবে কম থাকায় কৃষক হতাশার মধ্যে দিয়ে ভুট্টার ফসল ঘরে তুলছেন জানা গেছে । ঠাকুরগাঁও জেলার সদর সহ বালিয়াডাঙ্গী, রাণীশংকেল, পীরগঞ্জ, হরিপুর,ও রুহিয়া উপজেলায় এবছর ব্যাপক ভুট্টার আবাদ হয়েছে এবং ফলন ও বাম্পার হয়েছে। প্রতিবিঘা ভুট্টা খেতে ৪০ থেকে ৫০ মন ভুট্টার ফলন হয়েছে। বাম্পার ফলন হওয়া সত্ত্বেও বর্তমানে ভুট্টার দাম আশানুরূপ না থাকায় কৃষকের মুখে হতাশার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বালিয়াডাঙ্গী উপজেলার বন্দর পারার গ্রামের কৃষক শামসুল আলম জানান এবার আমি ৬ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি।এক বিঘা ভুট্টা ৪০ হাজার টাকা বিক্রি করেছি। আমার নিজের জমি চাই বিঘা প্রতি দশ হাজার টাকা খরচ হয় তারপরও প্রতি বিঘায় ২৫০০০ হাজার টাকা লাভ আসে। বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতোলা ইউনিয়নের তেকাচিয়া গ্রামের কৃষক শায়েদ আলী জানান আমি এবার ৬ বিঘা জমিতে ভুট্টা খেতে আমার প্রায় দুই শত আশি মন ভুট্টা হয়েছে। তবে গত বছরের তুলনায় এবছর ভুট্টা দাম কম থাকায় লাভ ও কম হবে। হরিপুর উপজেলার চাপদা গ্ৰ্যামের কৃষক সাদেকুল ইসলাম জানান এবছর আমি ৮ বিঘা জমিতে ভুট্টা চাষ করছিলাম তিন শত ৭০ মন ভুট্টা হয়েছে দাম যদি তুলনামূলক ভাবে কম না থাকতো তাহলে ভালো একটা লাভের আশা করছিলাম। এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা কৃষি উপপরিচালক মোঃ সিরাজুল ইসলাম বলেন ঠাকুরগাঁও জেলায় এবছর ব্যাপক আকারে ভুট্টার আবাদ হয়েছে এবং ফলন ও অনেক বেশি ভালো হয়েছে। এবার জেলায় ভুট্টার লক্ষমাত্রা ৩৩ হাজার ৫০০ হেক্টর জমি আর অজিত মাত্র ৩৮ হাজার হেক্টর জমি ভুট্টার বিভিন্ন জাত আছে। সব থেকে পাইওনিয়ার জাতের ভুট্টা বেশি আবাদ হয়েছে। ভুট্টার বর্তমান বাজার দর শুকনা ৯০০ টাকা আর কাচা ভুট্টা ৭০০ টাকা দাম হারে বিক্রি হচ্ছে। তবে দাম আরও বুদ্ধি পাবে। অন্যান্য ফসল ও কাটা মারার সময় দাম একটু কম থাকে যেমন পরবর্তীতে ঠিকই দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আশা করা যায়