ঢাকাFriday , 28 April 2023
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

News Editor
April 28, 2023 10:19 pm
Link Copied!

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,
বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনসেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ে আজ শুক্রবার জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ জেলা জজ আদালত চত্বরে প্রধান অতিথি দিবসটির উদ্বোধন করেন পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক , পুলিশ সুপার , জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিভিল সার্জন , নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক , অতিরিক্ত জেলা ও দায়রা জজ
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট , জেলা লিগ্যাল এইড কর্মকর্তা , জেলা আইনজীবী সমিতির সভাপতি , সাধারণ সম্পাদক সহ অন্যরা। এ উপলক্ষে জেলা লিগাল এইড অফিসের পক্ষ থেকে লিগাল এইড মেলায় সরকারি খরচে আইনি পরামর্শ, আইনগত সহায়তা, আইনি তথ্য এবং বিকল্প বিরোধ পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ প্রদান করা হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।