দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যানের অনিয়মের বিরুদ্ধে ইউপি সদস্য ও স্থানীয়দের প্রতিবাদ  

প্রকাশ: ১ বছর আগে

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর উদ্দিন আহমদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অনিয়ম দুর্ণীতির অভিযোগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মানববন্ধন করেছেন নরসিংপুর ইউনিয়নের ( ইউপি) সদস্য ও ইউনিয়নের স্থানীয় লোকজন। নরসিংপুর ইউনিয়নবাসীর ব্যানারে ইউনিয়নের চাইরগাঁও বাজারে এই প্রতিবাদ সভা করা হয়।

 

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন নরসিংপুর ইউনিয়ন পরিষদের সদস্য ধন মিয়া, ইশ্রাঈল আলী, ফয়েজ উদ্দিন,সাজ্জাদুর রহমান, নুরুল আমিন, সংরক্ষিত মহিলা সদস্য আফরুজা খানম ও ইউনিয়নের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

 

এসময় বক্তারা অভিযোগের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন’ ‘নুর উদ্দিন আহমদ নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। ভিজিডি, ভিজিএফসহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করছেন।নিয়মিত ইউনিয়ন পরিষদে যান না। নিয়মিত সভা করেন না। ফলে সাধারণ মানুষ তাঁকে কাছে পায় না।বিজিডি কার্ডের সাথে গর্ভবতী বিজিএফ সহ সকল ভাতার কার্ড কর্মীদের মাধ্যমে ৪ থেকে ৫ হাজার টাকা করে সুবিধাভোগীদের নিকট হতে আদায় করেন, যা সরকার কোনো ফিস ছাড়া ফ্রি দিয়েছেন।’

 

তবে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান নূরউদ্দিন আহমদ বলেন, ‘ মহিলা সদস্য আফরোজা প্রকল্পের কাজ না করায় আমি নিজেই উন্নয়ন করিয়েছি। এখন এই ক্ষোভে কয়েকজ বিরোধী সদস্যগণ আমার বিরুদ্ধে অহেতুক অপপ্রচার করে বেড়াচ্ছেন। এসবের কোন ভিত্তি নেই।’