অন্যান্য

দোয়ারাবাজারে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে বিএনপি নেতার বাঁধা, কৃষকদের মানববন্ধন 

  প্রতিনিধি ২১ মার্চ ২০২৩ , ১০:৪১:২০ প্রিন্ট সংস্করণ

দোয়ারাবাজার প্রতিনিধি:

দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীর বাম তীরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে এক বিএনপি নেতার বাঁধা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করছেন উপকারভোগী কৃষকরা।

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-3746755345041950" crossorigin="anonymous"></script> <!-- Horizontal 2 --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-client="ca-pub-3746755345041950" data-ad-slot="9531539306" data-ad-format="auto" data-full-width-responsive="true"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>

 

সোমবার বিকেলে উপজেলার রাখাল কান্দি গ্রামে মানববন্ধন পালনকালে কৃষকরা বলেন, চিলাই নদীর বেড়িবাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছরের মতো এবারও বাঁধ নির্মাণ করা হয়েছে। নিজে পিআইসি না হতে পেরে শুরু থেকে বাঁধ নির্মাণে নানাভাবে বাধাগ্রস্ত করে আসছেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য হোসেন আলী।

রাখাল কান্দি গ্রামের কৃষক আব্দুল মালেক (কাজি) বলেন, চিলাই নদীর (চলতি নদী) বেড়িবাঁধ অত্যন্ত প্রয়োজনীয় একটি বাঁধ। বাঁধ নির্মাণে পিআইসি বঞ্চিত হয়ে এক বিএনপি নেতা বিভিন্নভাবে বাঁধা দিয়ে আসছেন।

বীরমুক্তিযোদ্ধা ফজি মিয়া বলেন, সরকারের উন্নয়ন কাজে বিঘ্ন ঘটাতে বিএনপি নেতা হোসেন আলী ও তার দলের লোকজন বাঁধা দিয়ে আসছেন। এই বাঁধের কারণে এই অঞ্চলের বোরো ফসল পাহাড়ি ঢল থেকে রক্ষা পায়।

৭২ নম্বর পিআইসি’র সভাপতি কৃষক জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আবুল কালাম বলেন, বিএনপি নেতা হোসেন আলী মেম্বার কাজ বঞ্চিত হয়ে শুরু থেকে বিরোধীতা করে আসছেন। বিভিন্নভাবে আমাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় তিনি বিভিন্ন দপ্তরে অভিযোগ দিচ্ছেন।

৭১ নম্বর পিআইসির সভাপতি রুস্তম আলী বলেন, বিএনপি নেতা হোসেন আলী মেম্বার আমাদের কাছে চাঁদা চায়। চাঁদা না দেওয়ায় তিনি এখন বাঁধের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক ফরিদ আলী, সিরাজ আলী, লোকমান মিয়া, আমীর হোসেন, আব্দুছ সালাম, রিপন মিয়া, বারেক মিয়া, সিরাজ উদ্দিন, কামাল মিয়া, ফুল মিয়া, আক্কাস আলী, নজরুল মিয়া, লাল মিয়া, গেদা মিয়া, আবুল হোসেন, রমাই মিয়া প্রমুখ।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST