অপরাধ

দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে ১৮০ কার্টুন বিদেশী সাবানসহ ০২ জন গ্রেফতার।

  প্রতিনিধি ১৮ মার্চ ২০২৩ , ৮:৪৬:৫১ প্রিন্ট সংস্করণ

ইয়াছিন আলী খান, দোয়ারা বাজার প্রতিনিধি। দোয়ারাবাজার থানা এলাকায় এসআই মোঃ মিজানুর রহমান দিবাকালীন জরুরী আইনশৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে এবং দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে গতকাল ১৭-০৩-২০২৩ খ্রি. দুপুর ১৫:২০ ঘটিকায় দোয়ারাবাজার থানাধীন শরীফপুর গ্রামস্থ শরীফপুর মসজিদ মার্কেট সংলগ্ন রাস্তায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১। মোঃ ইসলাম উদ্দিন (২৮), পিতা-মোঃ সাহাব উদ্দিন, সাং-লেদারকান্দি (বালিউড়া), ২। মোঃ রশিদ মিয়া (২৫), পিতা-মৃত সুরুজ মিয়া, সাং-বরইউরি, উভয় থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হতে ০২টি সিএনজি চালিত অটোরিক্সা এবং অটোরিক্সায় তল্লাশী করে ১৮০ কার্টুন বিদেশী সাবান প্রতি কার্টুনে ৭২ পিস করে সর্বমোট ১২,৯৬০ পিস সাবান যার আনুমানিক মূল্য ১,৯৪,৪০০/- টাকা উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয় জব্দকৃত বিদেশী সাবানের আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। প্রাথমিকভাবে জানা যায়, ধৃত আসামীদ্বয় শুল্ক ফাঁকি দিয়ে বিদেশী পণ্য (সাবান) চোরাচালানের মাধ্যমে ভারত হতে বাংলাদেশে এনে অবৈধভাবে বিক্রয় করার জন্য পরিবহন করতেছিল। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST