লোহাগড়ায় মামলার সাক্ষীকে হত্যার হুমকি, লোহাগড়া থানায় জিডি

মোঃ গোলাম কিবরিয়া
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

নড়াইলের লোহাগড়ায় শালনগর ভুমি অফিসের উপ- সহকারী ভুমি কর্মকর্তা মো.ইউনুস শেখ নামের এক ব্যক্তিকে অফিস থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে মারধরের অভিযোগে থানার মামলা নং জিআর-২৪৩/২৩ তারিখ ২৭/১০/২০২৩ ইং ধারা-৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬ পেনাল কোড মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত ১.নম্বর আসামী নয়ন খন্দকার(৩৫) ও ২. নং আসামী রিপন খন্দকার (৩২)সম্প্রতি আদালতে সাক্ষী দিতে যাওয়ার পথে ৩. নং সাক্ষী মো. আল মাসুদ রানাকে অশ্লীল গালিগালাজ, ভীতিপ্রদর্শন মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মামলার সাক্ষী মো.আল মাসুদ রানা মঙ্গলবার ( ২৩ শে এপ্রিল) ইং তারিখে দুইজনকে অভিযুক্ত করে লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। No description available.হুমকির বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এজাহার ও স্বজনদের সূত্রে জানা গেছে,গত ২৫ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ বুধবার শালনগর ভুমি অফিসের উপ- সহকারী ভুমি কর্মকর্তা মো.ইউনুস শেখ ও অফিস সহায়ক মো.আল মাসুদদ রানা সহ অফিস ত্যাগ করে উভয়ের মোটরসাইকেলে ঘরের উদ্দেশ্যে থানা লোহাগড়া – লাহুড়িয়া-সড়কের তালতলা ও কাঠালতলা বাজারের মাঝামাঝি স্থানে পৌছাইলে পথ রোধ করে নয়ন,রিপন,দুলাল ও অজ্ঞাতনামা ২/৩ জন রামদাও,চাপাতি,লোহার রড,হাতুড়ী,লাঠি,হকিস্টিক অস্ত্রাদীয় সহকারে বে-আইনি জোটবদ্ধ অবস্থায় পূর্বপরিকল্পনা মোতাবেক অভিন্ন উদ্দেশ্য পূর্ব শত্রু তার জের ধরিয়া আক্রমণ করিয়া বেধড়ক মারপিটে গুরুতর জখম হয়। এ ঘটনায় মো. ইউনুছ শেখ বাদী হয়ে লোহাগড়া থানায় জিআর -২৪৩/২৩ মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলায় ৩ জনকে আসামি করা হয়। জানতে চাইলে, নয়ন খন্দকার ও রিপন খন্দকার দৈনিক সকালের সময়কে বলেন, মো. আল মাসুদকে প্রাণনাশের হুমকি দেয়ার প্রশ্নই ওঠে না। আমরা তাকে ঠিকমতো সাক্ষী দিতে বলেছি। বাদী মো.ইউনুছ শেখ বিজ্ঞ আদালতের কাছে জামিন বাতিলসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে সহায়তা কামনা করেন।

  • লোহাগড়া থানায় জিডি
  • লোহাগড়ায় মামলার সাক্ষীকে হত্যার হুমকি