অপরাধ

দৌলতপুর সীমান্তে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২২ , ২:৫৯:৫৪ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন এলাকা থেকে হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে সীমান্তের রামকৃঞ্চপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বিজিবি জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি‘র (৪৭) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন রামকৃঞ্চপুর বিওপি‘র টহলরত বিজিবি সদস্যরা ১৫৫/৩-এস সীমানা পিলারের ৬‘শ গজ বাংলাদেশ অভ্যান্তরে টহল দিচ্ছিল। এ সময় পার্শ্ববর্তী ইনসাফ নগর গ্রামের মৃত আজুল মন্ডলের ছেলে ফরাজ মন্ডল (৪০) ও বারিক মন্ডলের ছেলে বিশু মন্ডল (৪২) নামে দুই মোটরসাইকেল আরোহীকে আটক করে। এরপর তাদের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বিজিবি‘র রামকৃঞ্চপুর বিওপি‘র কোম্পানী কমান্ডার কায়েস চৌধুরী জানান, আটককৃতরা চিন্থিত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে দৌলতপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আরও খবর

Sponsered content

Design & Developed by BD IT HOST