প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৯:২১:৩৬ প্রিন্ট সংস্করণ
নওগাঁর পত্নীতলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী মফিজ উদ্দীন কে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার( ৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কৃষ্ণপুর এলাকায় আত্রাই নদীর তলদেশ হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আজিজুল কবির । বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন- এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির বলেন, উপজেলার কৃষ্ণপুরে আত্রাই নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মফিজ উদ্দীন কে এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সতর্ক করে বলেন অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন থেকে বিরত থাকুন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed by BD IT HOST