ঢাকাWednesday , 8 February 2023
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

admin
February 8, 2023 9:21 pm
Link Copied!

মোকছেদুল ইসলাম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী মফিজ উদ্দীন কে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার( ৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার কৃষ্ণপুর এলাকায় আত্রাই নদীর তলদেশ হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মোঃ আজিজুল কবির । বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন- এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির বলেন, উপজেলার কৃষ্ণপুরে আত্রাই নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী মফিজ উদ্দীন কে এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। সতর্ক করে বলেন অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন থেকে বিরত থাকুন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।