প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:২০:২৪ প্রিন্ট সংস্করণ
দুই দিন বিরতির পর বিপিএলের শেষ দিকের লড়াই শুরু হচ্ছে আজ। মিরপুরে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে দু’দলই।
হাইভোল্টেজ এই ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রানের সংগ্রহ পায় বরিশাল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আন্দ্রে রাসেলের ঝড় ইনিংসে ভর করে ৫ উইকেটের জয় পায় কুমিল্লা।
আগে ব্যাট করতে দলীয় ১৮ রানেই দুই ব্যাটারকে হারিয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। এরপর মাহমুদুল্লাহ ওসাকিব আল হাসান মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে নিজের নামের পাশে ৬ রান করেই ফিরে যান সাকিব। অধিনায়কের বিদায়ের পর ৪ রান করে আউট হন ক্রিজে আসা ইফতিখার আহমেদও। ফলে দ্রুত উইকেট হারিয়ে রান সংগ্রহের চাপে পরে বরিশাল।
স্কোরবোর্ডে ৬৪ রান তুলতে ৩৬ রান করে আউট হন মাহমুদুল্লাহ। এরপর মাহেদী মিরাজ আর জান্নাত মিলে হাল ধরার চেষ্টা করেন। দু’জন মিলে ৪৭ রানের জুটি গড়েন। এরপর ১১৮ রান তুলতেই দ্রুত তিন উইকেট হারিয়ে বসে সাকিবের দল। শেষ পর্যন্ত ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন মুকিদুল ইসলাম।
Design & Developed by BD IT HOST