জামাল খান জেলা প্রতিনিধি:
ভোলায় দেড় হাজার পিচ ইয়াবাসহ মো. সোহেল (৩৫) নামে এক মাদক বহনকারী কে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ।
সোমবার (২২ মে) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা নেতৃত্বে এএসআই সুজন মাঝি, এএসআই রিপনসহ পলিশের একটি টিম সদর উপজেলার ইলিশা তালতলি লঞ্চঘাট থেকে ইয়াবা বহনকারী সোহেলকে আটক করা হয়।
আটককৃত সোহেল বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চাঁদ পাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ইলিশা তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোঃ গোলাম মোস্তফা,
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শাহীন ফকির বলেন,আটককৃত সোহেল এর বিরুদ্ধে এর আগেও কয়েকটি মাদক মামলা রয়েছে, সে চট্টগ্রাম-ভোলা পথে মাদক সরবরাহ করত।
এ ঘটনায় ভোলা সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন।