এস এম মিলন স্টাফ রিপোর্টার
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। রোববার (১৯ মার্চ ) সকালে শিবচরের কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক। তিনি বলেন, রোববার (১৯ মার্চ) সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৪ জন নিহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
তিনি আরও বলেন, পদ্মা সেতুর এ্যাপরোচ সড়কের পাঁচচর এলাকার কুতুবপুরে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজ চলছে।
পুলিশ সুত্রে রোববার (১৯ মার্চ) সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৭ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন পরিষদ নিসরাপ এর পক্ষ থেকে গভীর শোকাহত এবং নিহতের ঘটনায় নিসরাপ চেয়রাম্যান বিশিষ্ট সংগঠক সৈয়দ খায়রুল আলম শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোকাহত ও সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি নিহত দের ক্ষতিপুরন ও আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।