কালীগঞ্জের সুন্দরপুর স্টেশনের নিকটে ট্রেনে কাটা পড়ে প্রকাশ দাস নামে একজন নিহত.

নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর স্টেশনের নিকটবর্তী ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার দাস (৩২) নামে এক সেলুন দোকানদার নিহত হয়েছে।(২২শে-এপ্রিল)সোমবার সকাল সাড়ে সাতটার দিকে কালুখালী গ্রামের মৃত দেবেন দাসের ছেলে সেলুন দোকানদার দুই পুত্র সন্তানের জনক শ্রী প্রকাশ কুমার দাস সুন্দরপুর রেল স্টেশনের অদুরে এ দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত প্রকাশ কুমার দাস একজন সেলুন দোকানদার বলে জানাগেছে। যশোর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ এসআই মনিতোষ কুমার জানান সকাল সাড়ে সাতটার দিকে যশোর স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা জানান কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর রেলস্টেশনের নিকটে একজন ট্রেনে কাটা পড়েছে। খবর পাওয়ার পর সঙ্গীও ফোর্স সহ ক্রাইম সিন সনাক্তকরণ টিম সহ হাজির হয়ে পরিক্ষা নিরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পুলিশ কর্মকর্তা জানান তার পরিবার থেকে জানা গেছে লোকটি মানসিক সমস্যায় ভুগছিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে বেড়াতো। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আজ হয়তো বা হাটা অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লেগে দেহ অনেক টুকরা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হতে পারে। প্রকাশের স্ত্রী জানান তিনি তার বাবার বাড়ি কোটচাঁদপুর উপজেলার শালকোপা গ্রামে দুই ছেলে সন্তান নিয়ে গতকাল বেড়াতে যায় আজ সকালে সংবাদ শুনে ঘটনা স্থলে আসেন। প্রকাশের মা জানান ছেলে মানসিক ভাবে ভুগছিলেন।