ঢাকাMonday , 8 May 2023

মানিকগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাকে ফিরে দেখার ডাক

News Editor
May 8, 2023 9:13 pm
Link Copied!

মো.নজরুল ইসলামঃমানিকগঞ্জ(৮-৫-২০২৩)

“আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলা তলে,সকল অহংকার ডুবাও নয়নের জলে” আজ বিকেলে মানিকগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে “সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ” শীর্ষক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সানোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্যবর জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালাম,অতিরিক্ত পুলিশ সুপার জনাব নুরজাহান লাবনী।প্রবন্ধপাঠ করেন অধ্যাপক বাসুদেব সাহা এবং আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক আবুল ইসলাম সিকদার, অধ্যাপক রনজিত সরকার। এছাড়াও কবিগুরুকে নিয়ে আরও প্রবন্ধ লিখেছেন লেখক গবেষক মো.আজাহারুল ইসলাম, উন্নয়নকর্মী ও গবেষক মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একালের নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ ত্রিকালদর্শী মহাপুরুষ। বাঙালির কৃষ্টি সংস্কৃতির হৃদয় মননে তিনি আছেন ও থাকবেন। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ সংস্কার করতে হলে কবিগুরুকে ফিরে দেখতেই হবে।
আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি,জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ,সপ্তসুর সংগীত নিকেতন ও সাংস্কৃতিক বিপ্লবী সংঘ সাবিসের পরিবেশনায় গান ও আবৃত্তি ও নৃত্য অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।