মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুর উপজেলা শিল্পকলা একাডেমিতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শিল্পকলা একাডেমি কর্যালয়ে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক বাবলু খন্দকার ও নির্বাহী সদস্য শাফায়েত হোসোন বকুলের স্বরণে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শিল্পকলা একাডেমির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদের সভাপতিত্বে এ সময়ে জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, উপজেলা তুলা উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, শিল্পকলা একাডেমির সহ-সভাপতি সুশান্ত কুমার বিশ্বাস, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের বিশেষ শ্রেণির কন্ঠ শিল্পী আতিয়ার রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম মোহাদ্দেস, কাদের মন্জুর জিলানী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শফিউল ইসলাম, ইয়াসিন-মাহমুদা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য আবেদ উদ্দিন শরিফ বাবু। দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের অর্থ-সম্পাদক হাফিজুর রহমান।