ঢাকাThursday , 4 May 2023
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহা‌টের নালুয়া নদীর কচুড়িয়া সাঁ‌কো থে‌কে প‌ড়ে ৫ বছ‌রের শিশুর মৃত্যু

News Editor
May 4, 2023 9:04 pm
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বা‌গেরহা‌টের মোল্লাহা‌টের মধুম‌তি নদীর শাখা নালুয়া নদী কচু‌ড়িয়া হান্নান মোল্লার ঘাট ও‌ লক্ষীপু‌রের সাকাওয়া মোল্লার ঘাটের চার বা সা‌ঁকো থে‌কে পা‌নি‌তে প‌ড়ে ৫ বছ‌রের শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে ।

বৃহস্প‌তিবার ৪ই মে আনুমা‌নিক বিকাল পাঁচটার দি‌কে এ ঘটনা ঘ‌টে । জানা যায় , মোঃ আলা‌মিন মোল্লা, গ্রাম গোড়াখাল আকরাম মা‌র্কে‌ট, বিকা‌লে আলা‌মিনের মে‌য়ে ‌মিম (৮) তাঁর ছোট ভাইকে নি‌য়ে ওপার অর্থাৎ লক্ষীপুর চাচার বা‌ড়ি যাওয়ার জন্য হান্নান মোল্লার ঘা‌টে আ‌সে । ছোট ভাই‌কে সাঁ‌কো‌তে উ‌ঠি‌য়ে সাম‌নে দি‌য়ে মিম পীছন পীছন হাট‌তে থা‌কে । চা‌রের মাঝখা‌নে আস‌লেই ছোট ভাই চার থে‌কে প‌রে যায় , মিম চিৎকার ক‌রে , কান্না ও চিৎকার শু‌নে আস পা‌শের বা‌ড়ি ও ঘা‌টে থাকা লোকজন এ‌সে খুজ‌তে থা‌কে , কেউ জাল খেপাতে থা‌কে । অনুমা‌নিক ২০-৩০ মি‌নিট প‌রে শিশু‌টি‌কে পা‌নি থে‌কে উদ্ধার ক‌রে চিতলমারী সাস্থক‌মপ্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত ডাক্তার শিশু‌টি‌কে মৃত্যু ব‌লে ঘোষণা ক‌রে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।