মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটের মধুমতি নদীর শাখা নালুয়া নদী কচুড়িয়া হান্নান মোল্লার ঘাট ও লক্ষীপুরের সাকাওয়া মোল্লার ঘাটের চার বা সাঁকো থেকে পানিতে পড়ে ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার ৪ই মে আনুমানিক বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে । জানা যায় , মোঃ আলামিন মোল্লা, গ্রাম গোড়াখাল আকরাম মার্কেট, বিকালে আলামিনের মেয়ে মিম (৮) তাঁর ছোট ভাইকে নিয়ে ওপার অর্থাৎ লক্ষীপুর চাচার বাড়ি যাওয়ার জন্য হান্নান মোল্লার ঘাটে আসে । ছোট ভাইকে সাঁকোতে উঠিয়ে সামনে দিয়ে মিম পীছন পীছন হাটতে থাকে । চারের মাঝখানে আসলেই ছোট ভাই চার থেকে পরে যায় , মিম চিৎকার করে , কান্না ও চিৎকার শুনে আস পাশের বাড়ি ও ঘাটে থাকা লোকজন এসে খুজতে থাকে , কেউ জাল খেপাতে থাকে । অনুমানিক ২০-৩০ মিনিট পরে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে চিতলমারী সাস্থকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত্যু বলে ঘোষণা করে ।