ঢাকাWednesday , 22 March 2023

মোল্লাহাটে আবারও মাথা গোঁজার ঠাঁই পেল ভূমিহীন-গৃহহীন ৮৩ পরিবার

admin
March 22, 2023 7:51 pm
Link Copied!

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন আরো ৮৩ পরিবারের কাছে জমিসহ পাকা ঘর/গৃহ হস্তান্তর করা হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৪০ হাজার ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি সহ একটি করে সেমি পাকা ঘর হস্তান্তর উদ্বোধনের অংশ হিসেবে মোল্লাহাটে এ ঘরগুলোর দলিল ও চাবি হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর পক্ষে জমি সহ ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নাহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা, সাংবাদিক আবদুল্লাহ ফারুক প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম জানান, মোল্লাহাট উপজেলায় চতুর্থ পর্যায়ের মোট ৭৫ টি ঘর এবং তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ৮’টি ঘর সর্বমোট ৮৩ টি ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে মোল্লাহাট উপজেলায় প্রথম পর্যায়ে ৩৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৬০’টি, তৃতীয় পর্যায়ে ১৭০ টি, চতুর্থ পর্যায়ে ৭৫ টি সর্বমোট ৩৪০ টি গৃহ প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।