কাফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে বিভিন্ন কর্মসূচিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ শুক্রবার দিনব্যাপী নানান কর্মসূচিতে এ দিবস উদযাপিত হয়।
দিবসটি উদযাপনের শুরুতে সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর এক রেলি গাড়ফা বাজার প্রদক্ষিণ করে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা সহ দিন ব্যাপী নানান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে উক্ত সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মাহফুজা খাতুন, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চৌধুরী, প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, যুবলীগ নেতা ফারুক, কল্লোল বিশ্বাস পলু, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক প্রমূখ।
######
মোঃ কাফি হাসান বশার
মোল্লাহাট প্রতিনিধি
মোবাঃ ০১৭৬৮৩৭৪৩৯৭
তাং ১৭/০৩/২০২৩ ইং।