ঢাকাSunday , 26 March 2023
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ‘জাগোকণ্ঠ২৪.কম’ নামে অনলাইন পোর্টালের আনুষ্ঠানিক যাত্রা

News Editor
March 26, 2023 7:28 pm
Link Copied!

রাজু আহমেদ : প্রকাশি‘ সত্যের অন্বেষণে সারাক্ষণ’ এই স্লোগানে রাজশাহীতে ‘jagokantho24.com’ নামে এক অনলাইন নিউজ পোর্টালের যাত্রা শুরু হয়েছে। আজ রবিবার (২৬ মার্চ) বিকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে পোর্টালটির প্যানেলে আনুষ্ঠানিক যাত্রার সংবাদ আপলোড করে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, আরইউজে’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টুকু, কার্যনিবাহী সদস্য মো. আনিসুজ্জামান, সময় টিভি’র ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি, দৈনিক বাংলার ব্যুরো প্রধান এনায়েত করিম, প্রতিদিনের বাংলাদেশ’র রাজশাহী প্রতিনিধি রাজু আহমেদ, আজকের পত্রিকার রাজশাহীর স্টাফ রিপোর্টার রিমন রহমান প্রমুখ।

উল্লেখ্য, দৈনিক কালবেলা‘র রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুলের সম্পাদনা ও প্রকাশনায় jagokantho24.com অনলাইন নিউজ পোর্টালটি যাত্রা শুরু করলো। পরে আরইউজে কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।