ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আবু তালেবকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বেলতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু তালেব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। বিষয়টি বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯ টায় নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, ব্যবসায়ীদের করা মামলায় কাউন্সিলর আবু তালেবসহ লিমন নামে আরও একজন যুবককে গ্রেফতার করা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ শাহা বাচ্চু গত ১৮ জানুয়ারি রাতে আবু তালেবসহ দেড় শতাধিক অজ্ঞাত নামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। তিনি আরও জানান, ১৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় বুধবার সন্ধ্যায় শহরে আবু তালেবের নেতৃত্বে এক ঝটিকা মিছিল বের হয়। মিছিলে সাম্প্রদায়িক বিভিন্ন উস্কানিমূলক শ্লোগান দেওয়ায় শহরে টান টান উত্তেজনা বিরাজ করে। ঝটিকা মিছিলে ব্যবসায়ীদের অকথ্য ভাষায় গালাগালসহ নানা স্লোগান দিতে থাকেন। পরে তারা ওই কাউন্সিলরের বিরুদ্ধে, মারধর ও ভয়ভীতি সৃষ্টি করার অভিযোগ এনে রাতেই থানায় মামলা দায়ের করেন। এছাড়াও পৌর শহরের ফুটপাতে বিভিন্ন দোকানে মালামাল সরানোর কে কেন্দ্র করে গত ১৫ জানুয়ারী কাউন্সিলর ও ব্যবসায়ীদের মধ্যে সংর্ঘষ বাঁধে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।