মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (৯মে) দিবাগত রাতে নড়াইলের এসপি মহোদয়ের নির্দেশনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো, নাসির উদ্দিনের তত্বাবধানে এসআই(নিঃ) আশিকুজ্জামান,এসআই রাজিব হোসেন, এএসআই ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ স্কুলব্যাগে করে গাঁজা বহন করার সময় লোহাগড়া বাজার থেকে আলামিন শেখ কে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তার সহযোগী বাসুদেবকে আটক করে। ,
আটককৃততা হলেন, লোহাগড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধোপাদা গ্রামের মৃত মমিন উদ্দিন শেখের ছেলে আলামিন শেখ(৩৭), জয়পুর গ্রামের মৃত কাঙ্গালি মৃধা ছেলে বাসুদেব মৃধা(৪৫)।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গাঁজাসহ আটক আলামিন শেখ ও বাসুদেব মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করা হয়েছে।